Wednesday, 15 January 2014

সুইট অ্যান্ড সাওয়ার অমলেট


উপকরণ

ডিম ৬ টি
পেঁয়াজ কুচি ১/২ কাপ
আদা বাটা ১/২ চা চামচ
রসুন বাটা ১/২ চা চামচ
জিরা গুঁড়া ১/৪ চা চামচ
মরিচ গুঁড়া ১/২ চা চামচ
তেল ১/৪ কাপ
চিনি ১/২ চা চামচ
তেঁতুল টেবিল চামচ
লবণ স্বাদমতো

প্রণালী

তেল গরম হলে পেঁয়াজ সোনালি করে ভাজুন। সব বাটা মসলা দিয়ে কষিয়ে তেঁতুলের ক্বাথ দিন। অল্প আঁচে কষান।একটি করে ডিম ভেঙে সাবধানে মসলার মধ্যে দিন । মৃদু আঁচে কিছুক্ষণ রাঁধুন। নামানোর আগে চিনি দিন।

No comments:

Post a Comment