উপকরণ
আলু আধা কেজি (ছোট গোল আলু)
আদাবাটা ১ চা-চামচ
জিরা গুঁড়ো ১ চা-চামচ
হলুদ গুঁড়ো ১ চা-চামচ
লংকার গুঁড়ো ১ চা-চামচ
তেজপাতা ১/২টি
দারচিনি মাঝারী আকৃতির ৩/৪টি
এলাচ ২টি
টমেটো পিউরী ৪ টেবিল চামচ
কাঁচা লংকা ৩/৪ টি ফালি করা
আস্ত জিরা আধা চা-চামচ
চিনি সামান্য
তেল পরিমাণ মত
লবণ পরিমাণ মত
কিশমিশ- ইচ্ছা
প্রণালী
আলু হালকা সেদ্ধ করে নিন। কড়াইয়ে তেল গরম করে সেদ্ধ আলু হালকা ভেজে তুলে আলাদা করে রাখুন৷
এবার কড়াইতে অল্প তেলে গোটা জিরা, এলাচ, দারচিনি একটু ভেজে নিন। তারপর তেজপাতা, আদাবাটা, লংকার গুড়া, জিরা গুড়া, হলুদ গুড়া ও লবণ দিয়ে সামান্য জল দিয়ে কষিয়ে নিন।
মসলা কষে তেল উঠে এলে ভাজা আলু দিয়ে দিন। এবার কড়াইয়ে সামান্য জল, অল্প চিনি, টমেটো পিউরি ও কিশমিশ দিয়ে আরেকটু কষিয়ে নিন। খেয়াল রাখুন আলু গলে না যায়। এবার কাঁচা লংকা ফালি দিন। ধনিয়া পাতা কুচি ছিটিয়ে মাখা মাখা ঝোল করে নামিয়ে নিন।
Betway to open in Iowa, CO, CO, IA & IN - JTM Hub
ReplyDeleteThe Betway mobile 문경 출장마사지 app, 서산 출장마사지 Betway's in 경상남도 출장마사지 Iowa, is available 김해 출장안마 for iOS and 춘천 출장마사지 Android devices. Users can enjoy the bet on any number of sports