Tuesday, 31 December 2013

তেলেভাজা পিঠা



উপকরণ

চালের গুঁড়া আধা কেজি
খেজুরের গুড় ৫০০ গ্রাম
আটা এক পোয়া
তেল আধা কেজি

প্রণালী
খেজুরের গুড় আর এক গ্লাস জল জ্বাল দিয়ে নিতে হবে
তারপর এতে চালের গুঁড়া আটা দিয়ে ঘন করে মিশাতে হবে কড়াইতে তেল দিয়ে গরম হলে এক চামচ করে পিঠার গোলা ছেড়ে দিতে হবে পিঠা ফুলে উঠলেই তৈরী হয়ে গেলো তেলেভাজা পিঠা