Tuesday, 31 December 2013

ন্যারোই পিঠে

উপকরণ

কাঁঠালি কলা: ২টো

আদাবাটা: ১/২ চামচ
চালের গুঁড়ো: ১ কাপ
শুকনো খোলায় ভাজা তিল: ১/২ কাপ
নারকেল কোরা: ১/২ কাপ

চিনি: ১/২ কাপ


প্রণালী


কলা, চিনি, চালের গুঁড়ো একসঙ্গে ভাল করে মাখুন।
তার মধ্যে নারকেল, আদাবাটা, তিল মেশান ভাল করে।
উপরে তিল ছড়িয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment