Saturday, 28 December 2013

পনির সশলিক





উপকরণ

চৌকো করে কাটা পনিরের টুকরো
টোম্যাটো কাটা
পেঁয়াজ
ক্যাপসিকাম
নুন 
লেবুর রস 
আদা বাটা 
রসুন বাটা
জল ঝরানো দই
লঙ্কার গুঁড়ো 
কাঁচালঙ্কা বাটা 
সাদা তেল

প্রণালী

একটি বাটিতে পনির, নুন, লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, কাঁচালঙ্কা বাটা দই
একসঙ্গে মেখে - ঘন্টা রাখতে হবে ফ্রিজে
বার কাবাবকাঠিতে পেঁয়াজ-টোম্যাটো- ক্যাপসিকাম-পনির-পেঁয়াজ... এই ক্রমে গেঁথে নিন
ফ্রাই প্যানে তেল বুলিয়ে নিয়ে তাতে ওই কাঠিতে গাঁথা পনিরগুলো ভেজে নিতে হবে
বার গরম গরম পরিবেশন করুন