টক মিষ্টি ভাত
উপকরণ
চাল ২৫০ গ্রাম
টমেটো কুচি ৩টি
আদা কুচি আধা চা চামচ
লংকা গুঁড়া আধা চামচ
লেবুর রস ১ টেবিল চামচ
টমেটো ১ টেবিল চামচ
তেল অল্প
লবণ-চিনি স্বাদমতো
প্রণালি
চাল ধুয়ে ফোটানো গরম জলে ৩৫ মিনিট ভিজিয়ে রাখুন।
কড়াইয়ে তেল গরম করে আদা কুচির দিন।
এরপর টমেটো কুচি দিয়ে লংকা গুঁড়া, লবণ, লেবুর রস ও চিনির সঙ্গে চাল দিয়ে নেড়ে ভেজে নিন।
পরিমাণমতো জল দিয়ে দমে রান্না করুন।